চলে গেলেন পল্লীবন্ধু এরশাদ!
প্রকাশিত হয়েছে : ২:১৯:২৪,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ২৫৬১৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন! এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
রবিবার (৩০ জুন) রাত ১১ টার কিছু আগে চিকিৎসাধিন অবনস্থায় নাকি তিনি মারাযান। এ খবর বিভিন্ন পোর্টালে স্থান পায়। আমাদের প্রতিদিনও সংবাদটি প্রচার করে। তবে সেসময়ও আমরা তাঁর ইন্তেকালের সঠিক সংবাদ নিয়ে সংশয় হচ্ছে বলে জানিয়েছিলাম।
রাত সাড়ে ১১টার দিকে সিলেটের সাবেক সংসদ সেলিম উদ্দিন তাঁর ফেসবুব পেইজে নিশ্চিত করেছেন হুসাইন মুহাম্মদ এরশাদ এখনও বেঁচে আছেন, তবে অবস্থা আশঙ্কাজনক।
তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।