বিনা উইকেটে ১১২ তুললো ইংল্যান্ড!
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৪২,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক ইংল্যান্ডের ইনিংস বিনা উইকেটে ১শ’ ছাড়িয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১৬ ওভারে বিনা উইকেটে ১১২ রান। মাঠে অপরাজিত আছেন জেসন রয় (৪৬ রান) ও জনি বেয়ারস্টো (৬১ রান)। ভারতের বোলারদের বেদম প্রহার করছেন এই দুই ব্যাটসম্যান।
এর আগে চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। রোববার (৩০ জুন) বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙা চ্যানেল ও স্টার স্পোর্টস ওয়ান।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারত আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। অন্যদিকে সেমির আশা বাঁচিয়ে রাখতে জয় চাই ইংল্যান্ডেরও। সাত ম্যাচে ইয়ন মরগানের অর্জন ৮ পয়েন্ট।
এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে যাওয়ার ভাগ্যও এই ম্যাচের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করছে। দু’টি দলেরই খেলোয়াড়, সমর্থকদের নজর থাকবে এই ম্যাচটির দিকে।এ ম্যাচে ইংল্যান্ড হারলে বাংলাদেশের সেমিতে যাওয়ার পথ আরও সহজ হবে।
ভারত একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋশভ পান্ত, কেদার জাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জোফরা আচার, মার্ক উড।