বিশ্বকাপ মাঠে বৃষ্টির পর ‘মৌমাছি’র হানা!
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৫১,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এবারের বিশ্বকাপের শুরুতে প্রায় ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ইতিপুর্বে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দুইবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড ছিল। দ্বাদশ আসরে সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দিয়েছে বৃষ্টি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ৩৫টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এবার হানা দিল মৌমাছির দল।
শুক্রবার (২৮ জুন) চেস্টার লি স্ট্রিটের স্টেডিয়ামে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে আক্রমণ করেছে মৌমাছি। ফলে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। মৌমাছি ঝাঁক সরে গেলে ফের শুরু হয় ম্যাচ।
ডারহামে শ্রীলঙ্কার ইনিংসে তখন ৪৭.৫ ওভার চলছিল। ব্যাট করছিলেন উদানা ও লাকমল। হঠাৎ দেখা যায়, খেলা বাদ দিয়ে সবাই মাটিতে শুয়ে পড়েন। দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও বাধ্য হন মাঠে শুয়ে পড়তে। মৌমাছির সংখ্যা এত বেশি ছিল যে তা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মৌমাছির কামড়ে কোনো খেলোয়াড় আহত হলে তাকি নিশ্চিতভাবেই মাঠের বাইরে চলে যেতে হবে।
এমন সময় পরিস্থিতি সামলাতে আয়োজকেরা এগিয়ে আসেন। গ্রাউন্ড স্টাফরা মৌমাছি সরাতে ওষুধের ব্যবহার করার পরেই মাঠ ছেড়ে পালায় মৌমাছির দল। মজার ব্যাপার হলো, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এই দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচেই একই রকম ঘটেছিল জোহানেসবার্গে! সেই ম্যাচে ঘণ্টাখানেক বন্ধ ছিল খেলা। তাই দর্শকদের পাশাপাশি আইসিসিও রসিকতা করে দুই ম্যাচের দুই ছবি দিয়ে টুইট করেছে। এই দুই দলের খেলা থাকলেই মৌমাছি এত রেগে যায় কেন?