বিশ্বকাপ থেকে বিদায় নিলো ওয়েস্ট ইন্ডিজ!
প্রকাশিত হয়েছে : ১১:৪১:০০,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ৫০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের কাছে ১২৫ রানে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২৭জুন) ওল্ড ট্র্যাফোর্ডে ২৬৯ রানের টার্গেটে নেমে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় জেসন হোল্ডারের দল। এ জয়ে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেল বিরাট কোহলির অপরাজিত ভারত।
খুব বড় সংগ্রহ না নিয়েও বড় জয় পেল ভারত। উইকেটে সেট হওয়ার আগেই বিদায় নেন রোহিত শর্মা (১৮)। মিডল অর্ডারে মিনি ধসে একটা পর্যায়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৪০/৪। কিন্তু এ চাপ ধরে রাখতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক বিরাট কোহলি (৭২), মহেন্দ্র সিং ধোনি (৫৬*) ও শেষ দিকে হার্দিক পান্ডিয়া ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত।
জবাব দিতে নেমে মোহাম্মদ শামির গতির আগুনে পুড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল (৬) ও শাই হোপকে (৫) থিতু হতে দেননি চলতি বিশ্বকাপের একমাত্র হ্যাটট্রিকম্যান। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েন গেইল। পরের ওভারেই শাই হোপকে বোল্ড করেন শামি। ক্যারিবীয় স্কোর বোর্ডে তখন ১৬/২। এখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সুনীল অ্যামব্রিস ও নিকোলাস পুরান। বিপজ্জনক হয়ে ওঠার আগেই অ্যামব্রিসকে (৩১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন পান্ডিয়া।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবীয়রা। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে বিদায় নেন পুরান ও হোল্ডার (৯৮/৬)। কার্লোস ব্রাফেট আর ফ্যাবিয়ান অ্যালেনকে পরপর দুই বলে বিদায় করেন জাসপ্রিত বুমরাহ। ১৩ বল পর শিমরন হেটমায়ারকে ফেরান শামি। দলীয় ১২৪ রানে শেলডন কটরেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন চাহাল। ১১ নম্বর ব্যাটসম্যান ওশান থমাসকে শর্ট বলের ফাঁদে ফেলেন শামি। ১৬ রানে ৪ উইকেট নেন শামি।
ছয় ম্যাচ থেকে ভারতের সংগ্রহ ১১ পয়েন্ট। বাকি তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই কোহলির দল উঠে যাবে সেমিফাইনালে।