প্রথম বলেই সাজঘরে অধিনায়ক!
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৮,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ৪৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার নিয়ম রক্ষার ম্যাচ, আর শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই। লঙ্কানদের সমীকরণটা বেশ কঠিন। বিশ্বকাপে ৩৫তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই আউট হন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে না চাইতেই ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দেন করুনারত্নে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান। কুশল পেরেরা ৬ ও আভিস্কা ফার্নান্দো ৮ রানে ব্যাট করছেন।
শুক্রবার (২৮ জুন) ডারহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়ায় ম্যাচটি।
আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার হারানোর কিছু নেই! সাত ম্যাচে পাঁচ হারে বিধ্বস্ত প্রোটিয়াদের বিশ্বকাপ ইতোমধ্যে শেষের দ্বারপ্রান্তে চলে এসেছে। লঙ্কানদের আজ হারালে দুই পয়েন্ট পাবে তবে তাতে কিছু লাভ হবে না! কেননা এরই মধ্যে তাদের থেকে বেশি জয় নিয়ে শেষ চারের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ইংল্যান্ড-বাংলাদেশ ও পাকিস্তান।
তবে লঙ্কানদের বাঁচা-মরার ম্যাচ। জিততেই হবে নইলে উপায় নেই! শুরু দিকে বৃষ্টি আর ম্যাচ হারের কারণে ধরে নেওয়া হয়েছিল এবারের আসরে তাদের সেমিতে হয়তো দেখা যাবে না। কিন্তু নিজেদের ষষ্ঠ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখে তারা। হাতে থাকা তিন ম্যাচে যদি পূর্ণ ৬ পয়েন্ট কুড়াতে পারে তারা তবে সেমিতে যাওয়াটা সহজ হয়ে যাবে লঙ্কানদের (সেক্ষেত্রে দুই ম্যাচ হাতে থাকা ইংল্যান্ডকে একটি ম্যাচ হারতে হবে)!
লঙ্কানদের বাড়তি আত্মবিশ্বাস লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং তোপ! নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক তিনিই! ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ পেসার! তার নেতৃত্বে ৯৬ এর চ্যাম্পিয়নরা বোলিং আক্রমণে এগিয়ে থাকবে।