টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা এরশাদের!
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:২৪,অপরাহ্ন ২৭ জুন ২০১৯ | সংবাদটি ১৪৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, সিএমএইচে ভর্তি দল প্রধানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ এখনও সংস্থান করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৭ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গা দলের চেয়ারম্যানের শারীরিক অবস্থার পাশাপাশি নিজেদের অক্ষমতার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, অসুস্থ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে আছেন। আজ তিনি মৃত্যুশয্যায়। তাঁর চিকিৎসার জন্য টাকার সংস্থান আমরা এখনও করতে পারিনি। আমরা উনাকে দেশের বাইরে নিয়ে যাব, সে অবস্থাও নেই তাঁর। যদি বাইরে নেওয়ার মতো অবস্থা হয়, তাহলে আমরা তার উদ্যোগ নেব। তিনি আশা প্রকাশ করে বলেন তিনি সুস্থ হয়ে আবার সংসদে বসবেন।
একাদশ সংসদ নির্বাচনের আগে বেশ অসুস্থ হয়ে পড়েন ৯০ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এরশাদ। রক্তে হিমোগ্লোবিনের স্বপ্লতার সমস্যায় ভুগছিলেন তিনি, লিভারসহ আরও নানা জটিলতাও রয়েছে।
নির্বাচনের আগে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসার পর থেকে বাসায়ই থাকছিলেন তিনি, দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন না।
সর্বশেষ বুধবার (২৬ জুন) অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছিলেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রক্ষমতা দখলের পর নয় বছর বাংলাদেশ শাসন করে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ তার সমুদয় সম্পত্তি সম্প্রতি ইতোমধ্যে ট্রাস্টে জমা দিয়েছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এরশাদ তার নগদ টাকার পরিমাণ ২৮ লাখের মতো লিখেছিলেন।
হলফনামায় এরশাদ বার্ষিক আয় দেখিয়েছিলেন ১ কোটি ৭ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার ৩৭ লাখ ৬৯ হাজার ৪৬ টাকা জমা রয়েছে। বিভিন্ন শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ৪৪ কোটি ১০ হাজার টাকা। তার সঞ্চয়পত্রে বিনিয়োগ ও এফডিআর ৯ কোটি ২০ লাখ টাকা; ডিপিএস রয়েছে ৯ লাখ টাকার।
এরশাদ লিখেছিলেন, গুলশান ও বারিধারায় তার দুটি ফ্ল্যাট রয়েছে, যার দাম এক কোটি ২৪ লাখ টাকার কিছু বেশি। এর বাইরে ৭৭ লাখ টাকা দামের একটি দোকান রয়েছে তার।
গত বছর একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে সুস্থতা নিয়ে লড়াই করতে হচ্ছে ৯০ বছর বয়সী এরশাদকে।