স্বামীর মতো স্ত্রীকেও কূপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা!
প্রকাশিত হয়েছে : ৩:৩১:১৪,অপরাহ্ন ২৬ জুন ২০১৯ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে কূপিয়ে হত্যার ৮ মাস পর একইভাবে স্ত্রীকেও কূপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। নিহত গৃহবধৃর নাম বিউটি আক্তার কুট্টি। তিনি স্থানীয় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেত্রী বলে জানা গেছে।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিউটি আক্তার ওই এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম ( ওসি) জানান, বিউটি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন সড়কে। হাঁটতে হাঁটতে পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর রাতে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিউটি আক্তারের সঙ্গে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিউটির স্বামী হাসান মহুরি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে রাজধানীর ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিউটি বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন।