বৃদ্ধ বয়সেও যেন খেলোয়াড়রা সমস্যায় না পড়েন!
প্রকাশিত হয়েছে : ১:৫৭:৩৩,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশের সব ধরনের খেলোয়াড়দের জন্য আরো ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, খেলোয়াড়রা এখন যুবক আছেন, এখন তারা ভালো টাকা রোজগার করছেন। কিন্তু আমরা দেখেছি, বৃদ্ধ বয়সে তাদের খুব সমস্যায় পড়তে হয়। তখন যেন তারা সমস্যায় না পড়েন, সেজন্য কিছু করতে হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, খেলোয়াড়েদের কল্যাণে ক্রীড়া মন্ত্রণালয়কে তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, তারা যেন সারা বছর খেলাধুলার মধ্যে থাকতে পারে। শুধু খেলা শুরু হওয়ার সময় প্র্যাক্টিস করলে হবে না, সব সময়ই প্র্যাক্টিস করতে হবে। ওই ফান্ডের মাধ্যমে তারা এই খেলাধুলা চালাতে পারবে।
শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলাকে টিকিয়ে রাখা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।