লন্ডনে বিয়ানীবাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:৫২:৩৪,অপরাহ্ন ২৪ জুন ২০১৯ | সংবাদটি ৫২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিপুল উৎসা ও উদ্দীপনার মাধ্যমে সমাপ্ত হলো বিয়ানীবাজার ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন উদ্যোগে ‘বিয়ানীবাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২০১৯ ”।
রবিবার ডেগেনহাম পার্ক স্পোর্টস সেন্টারে অনুষ্টিত এই খেলায় লুটন, কেমব্রিজ, পোর্স্টমাউথ সহ বৃটেনের সকল এলাকা থেকে আগত ডি বিভাগে ৪৬ জন এবং সি বিভাগে ১৬ জনসহ সর্বমোট ৬২ জন খেলোয়াড় এ খেলায় অংশ গ্রহন করেন ।
ডি বিভাগে বৃটেনের জনপ্রিয় ক্লাব তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সদস্য বাচ্চু ও রাজু জুটি টাওয়ার হ্যামলেটস্ ব্যাডমিন্টন ক্লাবের সদস্য আজিজ ও জামাল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান শিরোফা অর্জন করেন, তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে মাহমুদ ও আনোয়ার জুটি এবং ফরহাদ ও রাজজাক জুটি।
সি বিভাগে ক্যামব্রিজের মিতুন এবং লন্ডনের উসমানী ব্যাডমিন্টন ক্লাবের সদস্য জিয়াউল জুটি চ্যাম্পিয়ান শিরোফা অর্জন করেন। লন্ডনের সাইফুল ও মিতু রানার্স আপ এবং তৃতীয় স্থানে জাকারিয়া ও ফারুক জুটি।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত হয়ে সংকিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বি বি এফ ইউ কে’র টুর্ণামেন্ট সেক্রেটারি হাবিব আহমেদ, ওসমানী ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান আমিনুর রহমান, টাওয়ার হ্যামলেটস্ ব্যাডমিন্টন ক্লাবের আব্দুর রহমান খোকন, জয়নাল আবেদীন, ইমরান আহমেদ, আতিক রহমান, ইকবাল সিরাজী প্রমুখ।
বক্তারা বলেন আমাদের সন্তানরা স্মাট ফোন, ট্যাব নিয়ে পড়ে থাকে। এজন্য তারা পরিবার ও সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে হতাশা বাড়ছে। বাড়ছে দুশ্চিন্তা. বাড়ছে নাইফ ক্রাইম। ভার্চুয়াল জগৎ তাদের মেধা বিকাশের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে।এভাবে দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে তাদের খেলাধুলা মুখী করতে হবে।
খেলাধুলা মন ও দেহকেই শুধু সুস্থ রাখেনা, মানুষকে মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা, মানুষকে সকল ধরণের খারাফ কাজ থেকে বিরত রাখে, খেলাধুলার মাধ্যমে মন মানুষিকতা সতেজ হয়. যুবসমাজ বিপদগামী হওয়া থেকে রক্ষা পায়, তাই দৈনিন্দন কাজ কর্মের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত. বিশেষ করি আমাদের তরুণ সমাজকে খেলা ধুলায় আরও উৎসাহিত করতে হবে.
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন জামাল আহমেদ, আতিক রহমান, নাসির আহমেদ ও মিতুন।
আয়োজকদের পক্ষ থেকে ইকবাল সিরাজী ধন্যবাদ ও অভিনন্দন জানান খেলায় অংশ গ্রহণকারী সকল প্লেয়ারদদের, বিজয়ীদের, স্পনসরদের এবং অথিতিদের.