দুর্নীতি ও লুটেরা টাকায় আ.লীগের সম্মেলন : নোমান
প্রকাশিত হয়েছে : ১:৫৪:০৪,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ২০৪৮ বার পঠিত
দুর্নীতি ও লুটেরা টাকা খরচ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তাদের সম্মেলনে জনগণের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে লুট করা টাকা ব্যয় করবে এটাই স্বাভাবিক। কিছু অসাধু ব্যবসায়ী ও দলসমর্থিত দূর্নীতিবাজরা সেই সম্মেলনে টাকা খরচ করে পরবর্তীতে তথাকথিত রাষ্ট্রীয় কর্মকাণ্ডে টাকা ফেরত নিয়ে নেবে।’
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহ’র স্মরণে এ আলোচনা সভা করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপিও তাদের সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে ব্যবহার করতে চেয়ে ছিল। কিন্তু তারা (আওয়ামী লীগ) ক্ষমতাবলে সেখানে সম্মেলন করতে দেয়নি। অথচ আজ নিজেদের সম্মেলনের অন্তত ১৫ দিন আগ থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। তাই একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, সারা ঢাকা সিটিতে আওয়ামী লীগ বিদ্যুতের ঝলমল বাতি লাগিয়ে জনগণের মধ্যে প্রজ্জলিত ক্ষোভের আগুন নেভাতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে চায় আওয়ামী লীগের সম্মেলন সফল হউক। প্রতিহিংসা পরায়ণ না হয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটুক।’
নোমান বলেন, ‘বিএনপি আগেও বলেছে এখনো বলছে বিএনপি নির্বাচন চায়। নির্বাচন হতেই হবে। তবে সে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকারের অধীনে হতে হবে।’
এ সময় তিনি প্রয়াত আসম হান্নান শাহকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন হান্নান শাহ। তিনি গণ মানুষের নেতা তাই উনার মৃত্যুকে শহীদ বলা যেতে পারে।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী সদস্য ফোরকান-ই আলম, খালেদা ইয়াসমিন, আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।