৯০ রান করলেই কোহলির রেকর্ড ভাঙবেন ‘আমলা’
প্রকাশিত হয়েছে : ১:১১:৩০,অপরাহ্ন ৩০ মে ২০১৯ | সংবাদটি ৯০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:; ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দিয়ে বৃহস্পতিবার ২২ গজের লড়াই শুরু করে দক্ষিণ আফ্রিকা। হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে ‘আন্ডারডগ’ তকমা নিয়ে এখন মাঠে লড়ছে প্রোটিয়ারা। চলছে প্রথম ইনিংসের খেলা। ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড।
এ ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলার সামনে একটি মাইলফলক ছোয়ার সম্ভাবনা। আর মাত্র ৯০ রান করতে পারেলেই আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন এই প্রোটিয়া। ভেঙে দিবেন বিরাট কোহলির রেকর্ড। ১৭৫ ইনিংসে ৮’হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের অধিনায়ক কোহলি। আর আজ যদি আমলা ইংল্যান্ডের বিপক্ষে ৯০ রান তুলেতে পারেন। তাহলে কোহলির থেকে ৩ ইনিংস আগেই ৮’হাজারের মাইলফলকটি স্পর্শ করবেন আমলা (১৭২ ইনিংস)। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমলার স্বদেশী এবিডি ভিলিয়ার্স ১৮২ ইনিংসে ৮’হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২’হাজার, ৩’হাজার, ৪’হাজার, ৫’হাজার, ৬’হাজার ও ৭’হাজার রানের করার রেকর্ডটি হাশিম আমলার। এবার চতুর্থ প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে ৮’হাজারীর ক্লাবে ঢোকার সুযোগ।