১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ মিশনে প্রথম প্রতিপক্ষ ‘পাকিস্তান’
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৩৮,অপরাহ্ন ২৬ মে ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আসন্ন বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম গা গরমের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রবিবার (২৬ মে) মাঠে নামছে টাইগাররা। এর আগে পাকবাহিনী নিজেদের প্রথম গা গরমের ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হেরেছিল!
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচ দেখাবে স্টার স্পোর্টসে। আগামী ২৮ মে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে।
সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আজ ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামবে। বিশ্বকাপের ময়দানে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ হতে পারে টাইগারদের বাড়তি অনুপ্রেরণা। দুটি ম্যাচে ভালো করতে পারলে মূল আসরে আত্মবিশ্বাস আরও তুঙ্গে থাকবে ম্যাশবাহিনীর।
অন্যদিকে বিশ্বকাপ আয়োজক দেশ ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ হেরেছে ৪-০তে। এর আগেও অজিদের বিপক্ষে সিরিজে হারে তারা। সব মিলিয়ে টানা দশ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখে পাকবাহিনীরা। টাইগারদের বিপক্ষে পাকিস্তানের এটি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। আগের ম্যাচ হেরে যাওয়াতে আজকের ম্যাচে তাই জয়ের খোঁজে মরিয়া হয়ে থাকবে দলটি।
এ ম্যাচকে সামনে রেখে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেইজে একটি পোস্ট দিয়েছেন; যেখানে তিনি লিখেন, ‘ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে ১৬ কোটি স্বপ্ন পূরণের মিশনে এখনই সময় নিজেদের ঝালিয়ে নেবার। প্রথম প্রতিপক্ষ, পাকিস্তান।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
বাংলাদেশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্ডিলে ফেলুকওয়ায়ো, অ্যানরিখ নর্টজে, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম, রাসেল ফন ডার ডুসেন, হাশিম আমলা ও তাবরিজ শামসি।