ফের শীর্ষস্থান দখল করলেন সাকিব
প্রকাশিত হয়েছে : ১১:৫০:২৫,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৫১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের প্রথম ‘গ্লোবাল স্টার’ সাকিব আল হাসান তার চেনা রূপে চলে আসলেন। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করলেন তিনি। পেছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে।
বাংলাদেশের প্রাণ সাকিবের রেটিং পয়েন্ট ৩৫৯। আর আফগান তারকার রেটিং পয়েন্ট ৩৩৯। বিশ্বকাপের আগে নিজের এমন সুসংবাদে সাকিব আরও জ্বলে উঠবেন আশা করা যায়। শেষ দুটি সিরিজে টাইগারদের হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। ঘরের মাঠে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠেছিলেন সাকিব। ৩ ম্যাচ খেলে ব্যাট হাতে ৯৫ রান আর বল হাতে নিয়েছেন ২টি। আর সব শেষ আয়ারল্যান্ডের মাটিতে পুরো ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে করেছেন ১৪০ রান; আর বল হাতে শিকার করেন ২টি উইকেট।
ওয়ানডেতে সাকিবের ব্যাটিং পারফরম্যান্সে নজর দিলে বুঝাই যায় রশিদ খানের তুলনায় কেন সে সেরা! ৮১.৫৫ স্ট্রাইক রেটে ৩৫.৭৩ গড়ে এবং সাকিবের, যেখানে রশিদ খানের স্ট্রাইক রেট ১০১.২৬ আর ব্যাটিং গড় ২২.৮০।
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব, রশিদ খানের পরেই আছেন স্বদেশী মোহাম্মদ নবি (রেটিং পয়েন্ট ৩১৯)। এই তালিকার চারে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৮৯ রেটিং পয়েন্ট) আর পাঁচ নম্বরে আছেন কিউই তারকা মিচেল স্যান্টনার (২৭৯ রেটিং পয়েন্ট)।
ওয়ানডে ছাড়াও টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আছেন দুইয়ে। শীর্ষে থাকা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের ৩৯০ রেটিং পয়েন্টের বদলে সাকিবের পয়েন্ট ৩৩৮। আর টেস্টে আছেন ৪০ নম্বরে!