বুধবারীবাজার ইউনিয়ন আ’লীগ সভাপতির জানাযা মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১০:৪৪:২৫,অপরাহ্ন ১৯ মে ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি রফিক উদ্দিনের জানাযা মঙ্গলবার বাদ জোহর বাগিরঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির একাধিকবারের সভাপতি হাজি রফিক উদ্দিন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন থেকে কিডনী রোগে ভোগছিলেন।
হাজি রফিক উদ্দিন ১৯৫৬ সালে উপজেলার তৎকালীন পূর্ব আমুড়া (বুধবারীবাজার) ইউনিয়নের বাগিরঘাট গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা হাজি ময়না মিয়া, ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। হাজি রফিক উদ্দিনের মৃত্যুর সংবাদ পেয়ে বড় ভাই মানিক মিয়া ও ছোট ভাই মুহিব উদ্দিন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন বলে জানাগেছে।
হাজি রফিক উদ্দিন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চার চারবার বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। এবং ২ বার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র এবং ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, হাজি রফিক উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, লন্ডন মহানগর সভাপতি তারেক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির হাসনাত, বিষিষ্ট শিল্পপতি জাহঙ্গীর হোসেন মিয়া মিলু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আলতাফ হোসেন বাইছ, সাবেক সাধারণ সম্পাদক মকন মিয়া, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আনোয়ার শাহজাহান, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও কালিজুরী প্রভাতী সংঘের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফারুক, জেলা যুবলীগ নেতা শাহীন আমদ, আফতাব হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ- সভাপতি এমদাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২৩শহীদ স্মৃতি সংসদদের সভাপতি এম এ ওয়াদুদ এমরুল, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মস্তাব উদ্দিন কামাল, সাংগঠনিক সম্পাদক মস্তাকুর রহমান, উত্তর বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুহিত হীরা, বিশিষ্ট সাহিত্যিক ও কবি আলিম উদ্দিন বাবলু প্রমুখ।