গোলাপগঞ্জের নুর মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী দেয়া অনুদান হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ৪:১৫:০৭,অপরাহ্ন ১৯ মে ২০১৯ | সংবাদটি ৫১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের মরহুম মামুনুর রশীদ নুর মিয়ার পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদারে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নুর মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন। মরহুম মামুনুর রশীদ নুর মিয়া উপজেলার ফুলবাড়ি ইউপির বাসিন্দা। তিনি গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
চেক হস্তান্তরকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে সবসবয় কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্রদের পাশে অতীতে যেমন ছিলেন এখনওতিনি রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীতাঁর নিজের তহবিল থেকে মরহুম নুর মিয়ার পরিবারকে অনুদান প্রদান করেছেন।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাক আকবর আলী ফখর প্রমুখসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
চেক হস্তান্তর শেষে লক্ষ্মীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অসুস্থ মাহমুদ আহমদকে দেখতে তার বাড়িতে যান সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।