সিলেট এসে পৌঁছলেন মোমেন-মুহিত
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:২৭,অপরাহ্ন ১৭ মে ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
শুক্রবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের ইফতার দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিবেন তারা।
শনিবার বেলা ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সরকার নির্ধারিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৫ম সভায় যোগদান এবং নতুন স্থাপিত সিটিস্ক্যান মেশিন ও নবনির্মিত আনসার ক্যাম্পের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেলা ২টায় মন্ত্রী সিলেট বৌদ্ধ বিহারে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০১৯’ উদযাপন উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় সিলেট সদর উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করবেন। রাত ৮টায় বিমান যোগে তিনি সিলেট ত্যাগ করবেন।