বিয়ানীবাজারেও মিললো অবৈধ ট্রাভেল এজেন্সি
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:০৭,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ৩৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে ৩২ টি অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানার পর এবার বিয়ানীবাজার উপজেলার ৩ টি অবৈধ ট্রাভের এজেন্সির সন্ধান মিলেছে।
বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত এসব অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজার উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান।
বুধবার (১৫ মে) বিকালে বিয়ানীবাজার পৌরশহরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সঠিক কাগজপত্র না থাকা ও নানা অনিয়মের কারনে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পৌরশহরের দক্ষিনবাজারস্থ হোসেন ট্রাভেলস এন্ড ট্যুরসকে ২০ হাজার, আরিফ ওভারসিজকে ২০ হাজার এবং মোকামরোডস্থ দিগন্ত মিডিয়াকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, বিয়ানীবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ট্রাভেল এজেন্সি। এসব ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে চোরাই পথে পাঠিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। তাই এ অভিযান জোরদার করা হয়েছে। এসময় তিনি অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।