ফিতরা সর্বনিন্ম ৭০ ও সর্বোচ্চ ১৯৮০ টাকা নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ৮:০৮:৩৫,অপরাহ্ন ১৬ মে ২০১৯ | সংবাদটি ১০১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলতি বছরের সাদকাতুল ফিতর বা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিন্ম ৭০ টাকা ও সর্বোচ্চ ১৯৮০ টাকা এবারের ফিতরা।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন জানান, এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ১৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিন্ম ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা।
ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।