অবশেষে পল্লবকে ফুল দিয়ে বরণ করলেন আতাউর রহমান খান!
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৩২,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নানা নাটকীয়তার পর অবশেষে বিয়ানীবাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে ফুলদিয়ে বরণ করলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান কান। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি পল্লবকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করেন। এসময় হলজুড়ে করতালির ঝড় পড়ে।
আতাউর রহমান খান ও আবুল কাশেম পল্লব আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। কিন্তু দু’জন দুই গ্রুপের। আতাউর রহমান খান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রুপের হলেও উপজেলায় পল্লব গ্রুপের বিরাট দাপট রয়েছে। এরপরও নানা জটিলতা ও অজুহাতে শপথগ্রহণের ২৭ দিন পর চেয়ার বুঝে পান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল কাশেম পল্লব।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুরাতন পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র-কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা পরিষদের সভা কক্ষে নতুন উপজেলা পরিষদের প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন জামাল ও নারী ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।
প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার’র সঞ্চালনায় নতুন পরিষদের প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
সভায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ অনুষ্ঠিত বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব। তিনি হেলিকপ্টার প্রতীকে ৮৯টি কেন্দ্রে ৩২,৮৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আতাউর রহমান খান পান ১৪,৭৪১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে খছরু-জামালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হন জামাল। উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮,০৫৮ ভোট পেয়ে বিজয়ী হন তালা প্রতীকের জামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের খছরুল হক খছরু পান ২৭,১৬০ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন ফুটবল প্রতীকের রোকশানা বেগম লিমা। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন হাঁস প্রতীকের হাসিনা আক্তার, তিনি পান ১৮,৭৬৫ ভোট।
পরবর্তিতে গত ১৭ এপ্রিল বিকাল ৩টায় সিলেটের দক্ষিন সুরমার আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা শপথ গ্রহণ করেন। এসময় তাদেরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।