প্রকাশিত হচ্ছে ‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বই
প্রকাশিত হয়েছে : ২:৫০:০৮,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৯ | সংবাদটি ১৯৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনাপ্রবাহ নিয়ে আসছে নতুন বই। বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার।
‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে আগামী শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে। খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন।
সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা বইটির দাম ধরা হয়েছে দুই হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে এই বই পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়।
এর আগে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনাপ্রবাহ নিয়ে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক বই লেখেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ। ৭১৮ পৃষ্ঠার ওই বইতে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কারাবাস, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীর জীবনের এসব ঘটনার অনেক অজানা কথা উল্লেখ করেন তিনি।
গত শতকের আশির দশকের প্রথম দিকে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিহত হওয়ার পরই নেতাকর্মীদের প্রবল চাপে বিএনপির হাল ধরেন গৃহবধূ খালেদা জিয়া। একেবারে গৃহিণী থেকে রাজনীতিতে উঠে আসেন তিনি। বিএনপির জনভিত্তি তৈরি হয় খালেদা জিয়ার হাত ধরেই। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। এরপর বহু চড়াই-উৎড়াই পেরিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলছেন খালেদা জিয়া।
কখনো নির্বাচনে পরাজিত না হওয়া এই সংগ্রামী নারী গত এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।