আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:১৭,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৭২৬ বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড লাভ করেছে।
শনিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৭ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-এর কাছ থেকে এ সংক্রন্ত ক্রেস্ট গ্রহণ করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-এর প্রেসিডেন্ট সিএ. ড. সুবোধ কুমার কার্ন ও আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, এফসিএমএ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।