তাকওয়া বেডমিন্টন ক্লাব টুর্নামেন্টে চাঁন ও ক্যারল জুটি চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২৪,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৯১৪ বার পঠিত
তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের অভ্যন্তরীণ ডাবল বেডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ সফলভাবে সম্পন্ন হয়েছে। দু‘দিন ব্যাপী দ্বৈত এই টুর্নামেন্ট গত ৫ ও ৬ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার মাইলান্ড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবারের ফাইনাল খেলায় চাঁন ও ক্যারল জুটি জুনেদ ও আসাদ জুটিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। আব্দুল কাহার ও নজরুল জুটি তৃতীয় স্থান এবং ফয়সল ও শাহ জুটি চতুর্থ স্থান অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর আব্দুল আসাদ। এ সময় উপস্থিত ছিলেন, তাকওয়া বেডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী এবং ক্লাবের ম্যানেজার সালেহ আহমেদ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্বাস্থের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলা করা খুবই প্রয়োজন। এছাড়াও কমিউনিটিতে খেলাধুলার প্রতি মানুষদের আগ্রহ তৈরী করতে টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই।
অনুষ্ঠানে জানানো হয়, তাকওয়া বেডমিন্ট ক্লাবের পক্ষ থেকে শীগ্রই একটি গোল্ড কাপ টুর্নামেন্টের আযোজন করা হবে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাইটলেন প্রপার্টি লিমিটেডের স্বত্তাধিকারী ফারুক ফুহাদ চৌধুরী এবং রিবু। এছাড়াও আরো বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার, আবুল মনসুর তাজ, আয়নুল, বাচ্চু, আলতাফ, মুন্না ও ফয়সল প্রমুখ।