সিলেটে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:২৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৮ | সংবাদটি ৬০১ বার পঠিত
সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১২ প্রার্থী। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাঁরা।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-২ আসনে বিএনপির আবরার ইলিয়াস অর্ণব (তার মা তাহসিনা রুশদীর লুনা প্রতিদ্বন্দ্বিতা করছেন), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা কাজী আমিন উদ্দিন, সিলেট-৩ আসনে বিএনপির এম এ হক ও আব্দুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. নজরুল ইসলাম।
সিলেট-৪ আসনে বিএনপির সামসুজ্জামান জামান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আতাউর রহমান, সিলেট-৫ আসনে বিএনপির মামুনুর রশীদ, সিলেট-৬ আসনে বিএনপির হেলাল খান, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুর রকিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।