লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০২,অপরাহ্ন ০৬ মার্চ ২০১৯ | সংবাদটি ৩৮৩১ বার পঠিত
মিছবাহুল হক:: গোলাপগঞ্জ ট্রাস্ট (ইউকে) এর উদ্যোগে ব্রিটেনে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে উপজেলার ১১ ইউনিয়ন এবং পৌরসভাকে নিয়ে মোট ১২ টি দল অংশ গ্রহণ করবে। ২০১৯ সালের ৩১ মার্চ রবিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
সেভেন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলে ৭ জন খেলোয়াড় মাঠে খেলবেন। এছাড়াও ৩ জন অতিরিক্ত খেলোয়াড় দলে থাকবেন। প্রতিটি দল ২ জন ম্যানেজার এবং ১০ জন খেলোয়াড়ের নাম তালিকা করতে পারবে।
খেলার প্রথম পর্বে লটারির মাধ্যমে ৩টি দলকে নিয়ে একটি গ্রুপ হবে। এই গ্রুপে একে অপরের সাথে খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দল (দ্বিতীয় পর্ব) সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল খেলায় পরাজিত দুটো দল একে অন্যের সাথে খেলে ৩য় স্থান নির্ধারিত হবে এবং বিজয়ী দুটো দল ফাইনাল খেলার সুযোগ পাবে।
গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
প্রথম পুরস্কার থাকবে ১টি গোল্ডকাপ এবং প্রত্যেক খেলোয়াড় এবং ম্যানেজারকে দেয়া হবে একটি করে মেডেল। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হল, একটি কাপ এবং প্রত্যেক খেলোয়াড় ও ম্যানেজারকে দেয়া হবে একটি করে মেডেল।
গোলাপগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড় ও ম্যানেজার আগামী বছর গোলাপগঞ্জ উৎসবে পরিচয় করিয়ে দেয়া হবে। এছাড়া বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।
গোলাপগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর স্পন্সর অথবা এই টুর্নামেন্টে সহযোগিতা করতে চাইলে নিচের ইমেইলে কিংবা টেলিফোন নম্বরে যোগাযোগ করুন। golapganjtrust@gmail.com