সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে ক্যারাম গোল্ডকাপ ২০১৮ এর ড্র আনুষ্ঠানিক ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:০৯,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত ক্যারাম গোল্ডকাপ ২০১৮ এর আনুষ্ঠানিক ড্র করা হয়েছে। এই উপলক্ষে গত ৯ ই সেপ্টেম্বর রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এর ঘোষণা করা হয় সাউন্ডটেক ক্লাব সেন্টারে. সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আহবাব হুসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশন ও ইউ কে ক্যারাম ফেডারেশনের সহ সভাপতি সোনাহর আলী রিংকু. ড্র পরিচালনা করেন যথাক্রমে আব্দুর রহমান খান, আহবাব হোসেন ও সোনাহর আলী রিংকু. সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত বৃটেনের প্রথম ক্যারাম গোল্ডকাপ ২০১৮ অনুষ্টিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় পূর্বলন্ডনের হেসেল স্ট্রিটের সাউন্ডটেক ক্লাবে. আকর্ষণীয় এই টুর্নামেন্টে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত সর্বমোট চল্লিশ টি টিম অংশ গ্রহণ করবে. প্রতিবারে মত এবার সাউন্ডটেক আন্তর্জাতিক মানের ড্র অনুষ্টান করায় সবার কাছে সুন্দর গ্রহণ যোগ্য হয়েছে. পাঁচ টিম করে আট টি গ্রূপে বিভক্ত করা হয়েছে. লন্ডনে খ্যাতনামা বাংলাদেশি মালিকানাধীন সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত প্রথম ক্যারাম গোল্ডকাপ ২০১৮ দেখার জন্য ক্লাবের পক্ষ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন
সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা
গ্রুপ — এ
”””””””””””””’
১) আজাদ ও জামিল
২) শুকুর ও ফরিদ
৩) রাশেদ ও শেপু
৪) পারভেজ ও শাকির
৫) কবির ও জয়নাল
গ্রুপ — বি
””””””””””””””
১) শাহ ও আলতাফ
২) শামীম ও কাদির
৩) রিয়াজুল ও জসিম
৪) লিপু ও হান্নান
৫) আব্দুল খান ও সেলিম
গ্রুপ — সি
””””””””””””””’
১) নজরুল ও আলো
২) আলম ও দেলওয়ার
৩) রেইনা ও পার্থ
৪) হাসান ও দুলাল
৫) হাসিম ও তাজুল
গ্রুপ — ডি
””””””””””'””””
১) সাইক ও ফয়েজ
২) সেলিম ও ময়নুল
৩) হোসেন ও মন্টু
৪) শাহান ও ইছবর
৫) রফিকুল ও হক
গ্রুপ — ই
“”””””””””””
১) কয়েছ ও নাহিদ
২) সুজা ও জাহাঙ্গীর
৩) শাকিল ও কামরুল
৪) আলাউদ্দিন ও কবির
৫) ইমরান ও জামান
গ্রপ — এফ
“””””””””””””””
১) সাইফুল ও ফকরুল
২) আবদাল ও জায়েদ
৩) বুলবুল ও সাইদুর
৪) ছয়েফ ও খান
৫) গফফার ও নজির
গ্রুপ — জি
“”””””””””””””
১) আলী ও আহাদ
২) কয়ছর ও মুহিব
৩) আলী ও জিলু
৪) রিঙ্কু ও মুন্না
৫) মালিক ও ছুরত
গ্রুপ — এইচ
“””””””””””””””””
১) শফি ও আলীম
২) রেদওয়ান ও ইকবাল
৩) শাব ও আকবর
৪) সমছু ও উজ্জ্বল
৫) জাবের ও হামিদ
প্রেস বিজ্ঞপ্তি
“”””””””””””””””””””