কৃতি ক্যারাম খেলোয়াড়দের সম্বর্ধনা দিয়েছে ইউকে ক্যারাম ফেডারেশন
প্রকাশিত হয়েছে : ১:৪৪:০৯,অপরাহ্ন ১০ মে ২০১৮ | সংবাদটি ১১৯৯ বার পঠিত
ব্রিটেনবাসী বাংলাদেশী দুই কৃতি খেলোয়াড় সোনাহর আলী রিংকু ও মাজহারুল ইসলাম মুন্না ২০১৮ সালের দ্বৈত চ্যাম্পিয়নশিপ অর্জন করায় তাদেরকে সম্বর্ধনা দিয়েছে ইউকে ক্যারাম ফেডারেশন।
গত ৬ মে রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
ফস
ইউরোপ ও ইউকে ক্যারাম ফেডারেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম কয়েস এর সভাপতিত্বে ও সাউন্ডটেক ক্যারাম সেন্টারের সাধারণ সম্পাদক ও খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ ও গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস ইউকের সভাপতি তমিজুর রহমান রঞ্জু।
অনুষ্ঠানের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আক্তার আন্তর্জাতিক পর্যায়ে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলার মূল কথা হল প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। তিনি আরো বলেন, ক্যারম বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা।কিন্তু বর্তমানে বাংলাদেশে এই খেলা খুব একটা দেখা না গেলেও প্রবাসে যারা ক্যারম খেলার চর্চা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন নিশ্চয়ই তারা প্রশংসা পাওয়ার দাবিদার।
অনুষ্ঠানে অতিথিরা ক্যারাম খেলাকে আরো পরিচিত ও জনপ্রিয় করার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশী দুই কৃতি খেলোয়াড় সোনাহর আলী রিংকু ও মাজহারুল ইসলাম মুন্না।
অনুষ্ঠান শেষে কৃতি খেলোয়াড় ও অতিথিবৃন্দরা কেক কাটেন। পরে ইউকে ক্যারাম ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করানো হয়।