স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সম্মাননা পদক পাচ্ছেন আনোয়ার শাহজাহান
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৫৯,অপরাহ্ন ২৪ মার্চ ২০২১ | সংবাদটি ১৯৯৮ বার পঠিত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আনোয়ার শাহজাহান সহ সিলেটের আরো ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করছে পাণ্ডুলিপি প্রকাশন এবং অনুপ্রাণন গ্রন্থাগার সিলেট।
আজ (২৪ মার্চ, বুধবার) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা এবং পদক প্রদান করা হবে।
আনোয়ার শাহজাহানের সাথে আরো যারা সম্মাননা পদক পাচ্ছেন তারা হলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. শামীম আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এবং কবি, গল্পকার ও ঔপন্যাসিক গুলশান আরা রুবী।
আনোয়ার শাহজাহান নব্বইয়ের দশক থেকে মুক্তিযুদ্ধ এবং আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা করে যাচ্ছেন। ১৯৯৬ সালে সিলেটের গোলাপগঞ্জ থানার প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ “গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য” গ্রন্থ সহ তার মৌলিক গ্রন্থের সংখ্যা ৭।
২০১৫ এবং ২০১৬ সালে স্বাধীনতাযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগের বর্ণনা নিয়ে দুই খণ্ডে প্রকাশ করেন “স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা”। ২০১৮ সালে “সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ” সহ একই বছর প্রকাশ করেন “সিলেটের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা”। ২০২১ সালে প্রকাশিত হয় Gallantry Award Recipient Freedom Fighters of Sylhet.
আনোয়ার শাহজাহান ব্রিটেন থেকে প্রকাশিত আমাদের প্রতিদিন এর সম্পাদক সহ জালালাবাদ অনলাইন টিভির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের অনুষ্ঠানে সিলেটের কবি – সাহিত্যিক, সাংবাদিক এবং সাহিত্যানুরাগীদের স্ববান্ধব উপস্থিত থাকার জন্য পাণ্ডুলিপি প্রকাশন, সিলেট-এর স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল এবং অনুপ্রাণন গ্রন্থাগার-এর পরিচালক জুনেদ আহমদ আহবান জানিয়েছেন।