ভিত্তিহীন সংবাদে বিচলিত না হওয়ার অনুরোধ মাশরাফির!
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৯,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ২১৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নিজের শারীরিক অবস্থা নিয়ে কিছু গণমাধ্যমের মিথ্যা সংবাদে আবারো ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। জানিয়েছেন, তিনি ভালো আছেন। পাশাপাশি ভিত্তিহীন সংবাদে বিচলিত না হওয়ার অনুরোধ করেন তিনি।
হঠাৎ করে মাশরাফীর বুকে ব্যাথা, হাসপাতালে বেড পাননি মাশরাফি, মাশরাফির অবস্থার অবনতি আবার সুস্থ আছেন মাশরাফি, করোনা আক্রান্ত মাশরাফির স্বাস্থ্য সংবাদ এভাবেই প্রকাশিত হতে থাকে বিভিন্ন গণমাধ্যমে। টাইগারদের সাবেক ক্যাপ্টেনকে নিয়ে এমন ধোঁয়াশার সংবাদে বিভ্রান্ত ও ভীত ভক্তরা নিজেদের মত করেই খোঁজ খবর নিতে শুরু করেছেন প্রিয় ম্যাশের।
অবশেষে নিজেই শাররিক অবস্থার বর্ণনা দিলেন লাল সবুজের সাবেক অধিনায়ক। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট তরে তিনি জানান, ভালো আছেন তিনি, হাসপাতালে বেড না পাওয়ার খবর ভিত্তিহীন, শারীরিক অবস্থার জন্য প্রয়োজন হলে স্বাভাবিক নিয়মে যেতে হবে হাসপাতালে। কোন ধরনের নিউজে বিব্রত না হবার আহ্বান মাশরাফীর।
ক’দিন আগেও গণমাধ্যমের এক শিরোনামে বিব্রত হয়ে আক্ষেপ ঝেড়েছিলেন ম্যাশ। আবারও তেমনই এক পরিস্থিতিতে নিজেই যেন আঙ্গুল উঁচিয়ে বললেন, ব্যাস অনেক হয়েছে।
শনিবার (২০ জুন) করোনা পজেটিভ হন দেশের ক্রিকেটের সিগনেচার বয় মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর থেকেই ম্যাশের জন্য জন্য শুভকামনা ও আরোগ্য প্রার্থনা ঝরে পড়ে ভক্তদের কণ্ঠে। ফ্যানদের এই ভালোবাসা আরো একবার প্রমাণ করলো, যাদের কাছে ক্রিকেট দিয়ে দিনের শুরু ক্রিকেট দিয়ে দিনের শেষ, তাদের কাছে মাশরাফী মানে এক টুকরো বাংলাদেশ।