গোলাপগঞ্জের যুবনেতা আফজাল হোসেন রফি আর নেই
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৫৬,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৮৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আফজাল হোসেন রফি আর নেই।
সোমবার (২২ জুন) দুপুরে চিকিৎসাধিন অবস্থায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের বাসিন্দা আফজল হোসেন রফি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৮ জুন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন।
আফজল হোসেন রফি ছিলেন, গোলাপগঞ্জের একজন কৃতি ফুটবলার। এছাড়া জাসদ ছাত্রলীগের প্রথম সারির একজন ছাত্র নেতা। গোলাপগঞ্জের তেল গ্যাস নিয়ে সাইপাম আন্দোলনসহ গোলাপগঞ্জের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে তার অগ্রণী ভূমিকা ছিল।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসামগম এড়াতে ঢাকাদক্ষিণ বাজারের শপিংমল বন্ধের দাবিতে সর্বস্তরের মানুষকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেছিলেন রফি।
এদিকে, গোলাপগঞ্জের আন্দোলন সংগ্রামের সামনের সারির যুবনেতা আফজল হোসেন রফির মৃত্যুতে ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জসহ দেশ-বিদেশে বন্ধু ও পরিচিতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।