‘জমি ও স্ত্রীর গহনা বিক্রি করে অসহায়দের পাশে বিএনপি’
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৩১,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৬১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা সংকটে জমি ও স্ত্রীর গয়না বিক্রি করে অসহায় মানুষদের সহায়তা ও রিলিফ দিয়েছে বিএনপি নেতারা।
বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষের পাশে দলের নেতারা দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রবিবার (২১ জুন) রাতে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আমরা বিরোধী দল হিসেবে চেয়েছি এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে। আমরা প্রথম সরকারের কাছে একটি অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। সরকার আমাদের কোনো সাড়া দেয়নি, কোনো আলোচনাও করেনি।
তিনি বলেন, আমরা প্যাকেজ দেওয়ার পরে প্রধানমন্ত্রী আরেকটা প্যাকেজ দিলেন। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দিয়েছিলাম কীভাবে কোথায় কী করতে হবে। কিন্তু তারা ওগুলো না করে এমনভাবে দিলো যে, পরে দেখা গেল এটা কোনো প্রণোদনা নয়, ব্যাংকের লোন।
তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ শাসন করছে পেশী শক্তি দিয়ে। আমরা বুঝতে পেরেছিলাম সরকার করোনা সংকট সেভাবে হ্যান্ডেল করতে পারবে না।