নওগাঁর পোরশা সীমান্তে বিএসএ’র গুলিতে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:১০,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১১৮৯ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ থেকে:: নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী সুবাস নির্মল (৩৬) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোরে পোরশা উপজেলার ১৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর বিওপির এলাকাদিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এ দূর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানাযায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ আগ্রাবাদ বিএসএফ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা নিমতলী দিয়ে ১ কি: মি: ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে জেলার পোরশা উপজেলার তুরিপাড়া নিতপুর গ্রামের শ্রী ভুলুরায় এর ছেলে শ্রী সুবাস নির্মল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম জানান, ভরতের অভ্যন্তরের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।