নওগাঁর পোরশা সীমান্তে বিএসএ’র গুলিতে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:১০,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১২০৫ বার পঠিত

সোমবার (১৫ জুন) ভোরে পোরশা উপজেলার ১৬ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর বিওপির এলাকাদিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এ দূর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানাযায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ আগ্রাবাদ বিএসএফ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা নিমতলী দিয়ে ১ কি: মি: ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে জেলার পোরশা উপজেলার তুরিপাড়া নিতপুর গ্রামের শ্রী ভুলুরায় এর ছেলে শ্রী সুবাস নির্মল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম জানান, ভরতের অভ্যন্তরের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।