জনতার কামরান মা-বাবার পাশেই চিরনিদ্রায়
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩৫,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৫০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দু`দফা জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।
সোমবার (১৫ জুন) বেলা ৩ টার দিকে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর কামরানের স্মৃতিবিজড়িত নগরীর ছড়ারপার জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করলে জানাজাস্থলেই বাইরে ছিলো হাজারো মানুষের ঢল।
সিলেটে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শেষ বিদায় নিতে করোনার ভয় উপেক্ষা করে তার বাসায় জড়ো হন সর্বস্তরের মানুষ। তারা প্রয়াত এই নেতার মাগফেরাত কামনা করেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ ঢাকা থেকে ছড়ারপারের বাসভবনে এসে পৌঁছায়। মরদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে আগে থেকেই বাসার সামনে অপেক্ষমাণ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সিলেট সিটির দুইবারের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।