সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন কামরান আর নেই
প্রকাশিত হয়েছে : ২:২৯:৪৯,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১১৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।
সোমবার (১৫ জুন) ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
কামরানের বড় ছেলে ডা. আরমান আহমেদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কখন ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে ৬ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ জুন তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। ৮ জুন সিএমএইচে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়।
প্লাজমা থেরাপির পর কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে তাকে সিএমএইচের আইসিইউতে রেখে অক্সিজেন সাপোর্টে চিকিৎসা দেয়া হচ্ছিল।
রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার ভোরে না ফেরার দেশে চলে যান।
গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি এখন সুস্থতার পথে।