বদরউদ্দিন কামরানের অবস্থা উন্নতির দিকে
প্রকাশিত হয়েছে : ১১:৩২:২০,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ১২৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদী কাবুল।
তিনি বলেন, সিএমএইচে চিকিৎসাধীন বদরউদ্দিন আহমদ কামরানকে গত সোমবার প্লাজমা দেওয়ার পর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি নিজ হাতেই খাবার খেতে পারছেন। এখন তার অক্সিজেনও কম লাগছে।
তিনি জানান, বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে তার ভাই এনাম উদ্দিন ও ছেলে শিপলু রয়েছেন। তারা কামরানের সুস্থতা কামনা করে সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, বদরউদ্দিন আহমদ কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার বিকেলে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।
বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত। গত ২৭ মে আসমা কামরানের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তবে বর্তমানে তার মধ্যে করোনার কোনও উপসর্গ নেই।