কারাবাস ও গৃহবন্দির পর মুখ খুললেন রোনালদিনহো!
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:৫০,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ২২৫৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একমাসের কারাবাস। এরপরে কার্যত আরও ৬০ দিনের গৃহবন্দি থাকার পর মুখ খুললেন ব্রাজিলেন সাবেক ফুটবল তারকা রোনালদিনহো। কোনো বিরূপ মন্তব্য নয়, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই জানালেন এক সাক্ষাৎকারে। বললেন, কঠিন এক শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছি।
কেমন কাটছে তার গৃহবন্দি দশা? রোনালদিনহোর জবাব, ‘যে হোটেলে আমাদের রাখা হয়েছে, তা এক কথায় অসাধারণ। আমাদের যাবতীয় সমস্যা দেখছেন হোটেলের লোকেরা। কোনও সমস্যার মুখে পড়িনি; কিন্তু সাধারণ মানুষ লকডাউনের মধ্যে যেভাবে ঘরে কাটিয়েছেন, তার থেকেও কঠিনভাবে কাটিয়েছি। তফাৎটা এখানেই। এ ভাবে ৬০দিন কম কথা নয়।’
এরপর তার সংযোজন, জীবনের বাকি দিনগুলোতে এই কঠিন সময়ের কথা অবশ্যই মনে থাকবে।
যে হোটেলে রোনালদিনহো ও তার ভাইকে রাখা হয়েছে, সেই হোটেলের মালিক বার্সেলোনার। তবু হতাশা যেন কাটছেই না রোনালদিনহোর।
প্রসঙ্গতঃ জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে প্রবেশের অভিযোগে সে দেশের পুলিশ রোনালদিনহো এবং তার ভাইকে গ্রেফতার করে। পরে একমাস তাদেরকে কারাগারে বন্দী রাখা হয়। সেখান থেকে ১.৩ মিলিয়ন পাউন্ডের মুচলেকার বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া হয়। কারাবাস থেকে মুক্তি পেলেও পুরোপুরি মুক্ত হতে পারেননি রোনালদিনহো। তাদেরকে একটি লাক্সারি হোটেলে রেখে হাউজ অ্যারেস্ট দেখানো হয়। সেখানেই একে একে রোনালদিনহো কাটিয়ে দিলেন ৬০টি দিন।