পাগলা কুকুরের কামড়ে ১৬ নারী ও শিশু আহত!
প্রকাশিত হয়েছে : ৬:৩১:১৯,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ২৯৫ বার পঠিত
নড়াইল থেকে সংবাদদাতা:: পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ নড়াইলে ১৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) সদর উপজেলার বৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে গ্রামের এক ব্যক্তিকে ওই কুকুরটি কামড় দেয়। পরে কুকুরটি মারতে তাড়া করে আরো কয়েকজন। একপর্যায়ে কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়েছে। এভাবে প্রায় ২৫ মিনিটে ১৬ জন আহত হন।
সদর হাসপাতলের আরএমও আ ফ ম মশিউর রহমান বাবু জানান, আহতদের সদর হাসপাতালে আনলে গুরুতর একজনকে ভর্তি করা হয়। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়।