জ্বর কমার পরও করোনা প্রজেটিভ শফিউল আলম নাদেলের!
প্রকাশিত হয়েছে : ৬:২৪:০১,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এবারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিলেট ওসমানী হাসপাতালে পরীক্ষা করে তার রিপোর্ট প্রজেটিভ আসে।
শুক্রবার (২২ মে) আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল। বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রাপ্ত রিপোর্টে আসে করোনা পজেটিভ।
জানা গেছে, করোনা উপসর্গ থাকায় বুধবার (২০ মে) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়।
শফিউল আলম চৌধুরী বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, সাংগঠনিক কাজেই বিভিন্ন জায়গায় সফর করেন শফিউল আলম। এক সপ্তাহ আগে তার সামান্য জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ সেবনে সেই জ্বর কমেও যায়। তারপরেও সন্দেহ দূর করতে তিনি করোনা পরীক্ষা করান। বেশ অবাক করার মতোই ব্যাপার যে, জ্বর কমে গেলেও এবং কোনো উপসর্গ না থাকলেও তার করোনা পজেটিভ চলে আসে।
করোনা পজেটিভ হলেও এখন কোনোরকম অসুস্থতায় ভূগছেন না শফিউল আলম চৌধুরী। যে কারণে ডাক্তারের পরামর্শে তিনি সিলেটে নিজ বাড়িতে পরিবারের সঙ্গেই অবস্থান করছেন শফিউল। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছিলেন।