গাজীপুরে গর্ভবতীদের স্বাস্থ্য সেবা ও সুষম খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ৬:১৩:১১,অপরাহ্ন ১৯ মে ২০২০ | সংবাদটি ৪৬৮ বার পঠিত
মোফাজ্জল হক, থেকে:: গাজীপুরে কালিয়াকৈর পৌরসভায় দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের তত্ত্বাবধানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন মোল্লার সহযোগিতায় গাজীপুর জেলার কালিয়াকৈর পৌর এলাকার ৭নং ওয়ার্ডে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, ঔষধ ও সুষম খাদ্য বিতরন করা হয়। গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবাও প্রদান করা হয় ।
অনুষ্ঠানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খান মুন্না সিনিয়র সহ-সভাপতি মাসুদুল কবির মোনায়েম ও সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, অ্যাডভোকেট আনিসুর রহমান, আতাউর, মহসিন মোল্লা, জয়নাল আবেদীন, সৌরভ, আলামিন পৌর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।