সরকারী চাল বিক্রিকালে ক্রেতা-বিক্রেতাকে জরিমানা!
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৫৯,অপরাহ্ন ১৮ মে ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিত
মোফাজ্জল হক, থেকে:: গাজীপুরে কাপাসিয়া উপজেলায় হতদরিদ্রদের কার্ডধারী দুইজন ১০ টাকা দরে চাল কিনে ধনী ব্যক্তির কাছে বিক্রির ঘটনায় ক্রেতা-বিক্রেতাকে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ মে) বিকালে কাপাসিয়া উপজেলার টোক নগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দিয়েছেন। এ ঘটনায় চাল বিক্রেতা ওই দুইজনের ওএমএস কার্ড বাতিল করেন এবং ওই চালের ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন তিনি।
কার্ডের নিবন্ধন হারানো দু্ইজন হলেন, কাপাসিয়া টোক নগর গ্রামের আবু সাঈদের ছেলে নুরুল হক এবং একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে রফিকুল ইসলাম ।আর চাল কেনায় জরিমানা গুণেছেন শাহাবুদ্দিন , একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, সরকারের দুঃস্থ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কেনার সুযোগ রয়েছে।রোববার বিকালে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কাপাসিয়া টোক নগরের পূবাইল বাজার এলাকায় চাল বিক্রির প্রক্রিয়া মনিটরিং করার সময় কার্ডধারী দুইব্যক্তি ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল কিনে তা এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করার ঘটনা ধরা পড়ে। দুর্যোগ ব্যবস্থাপনা আইনেরওই ধনী ব্যক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ওই দুই কার্ডধারীর কার্ডের নিবন্ধন বাতিল করা হয় বলে জানান তিনি।হতদরিদ্রের জন্য কার্ডধারী ওই দুই ব্যক্তির বাড়ি গিয়ে দেখা গেছে তারা বাস্তবেই সচ্ছল, তারা ওই কার্ড পাওয়ার উপযোগী নন। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা হতদরিদ্রের নামের তালিকাভুক্তির মাধ্যমে কার্ড হাতিয়ে নিয়েছেন বলে জানান তিনি