জকিগঞ্জে করোনা সন্দেহে মৃতের দাফন-কাফনে খেলাফত মজলিস
প্রকাশিত হয়েছে : ৭:১২:০৫,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৫২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের জকিগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন-কাফনে এগিয়ে এলেন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। দলটির স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের তত্ত্বাবধানে জানাযা শেষে দাফন করা হয় মৃত ঐ ব্যক্তির।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের মৃত মাস্টার ইসহাক আলীর পুত্র সামসুল ইসলাম সামুল (৫০)।
শুক্রবার (১৫ মে) দুপুর পৌনে ১২ টার দিকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে তিনি মারা যান।
তিনি সিলেট শহরে সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। মৃতের ভাই মুকুল আহমদ জানিয়েছেন নিহত সামুল এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তার ডায়াবেটিসও ছিল। অসুস্থ অবস্থায় তাকে তিনদিন আগে বাড়িতে আনা হয়।
শুক্রবার তিনি মারা গেলে তার শরীরে করোনা ছিল কী না তা জানতে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এদিকে, মরহুমের জানাযা শুক্রবার বাদ মাগরিব গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফন-কাফনের সকল কাজ আঞ্জাম দেন উপজেলায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় সকলেই খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
তাদের মধ্যে সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম। এছাড়া ইসলামী ফাউন্ডেশন পূর্ব মজলির কেন্দ্র শিক্ষক মাওলানা আসয়াদ আহমদ, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা বিলাল আহমদ ও কবির আহমদ প্রমুখ।