বাড়ছে আক্রান্ত, শর্তসাপেক্ষে খোলছে শপিংমল!
প্রকাশিত হয়েছে : ২:৩৯:৩৪,অপরাহ্ন ০৪ মে ২০২০ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত দু’দিন থেকে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে দেশজুড়ে বাড়ছে আতঙ্কও।
এ আতঙ্কের মধ্যেও আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে শর্ত দিয়ে শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনা দিয়ে বলা হয়েছে রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে।
সোমবার (০৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক আদেশ জারি করে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, কেনাবেচার সময় সামাজিক (পারস্পরিক) দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। আর দোকান বন্ধ করতে হবে বিকেল ৫টার মধ্যে।
উল্লেখ্য, করোনাভাইরাসে সর্বোচ্চ সোমবার ৬৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারাগেছেন ৫ জন। এরআগে রবিবারও একদিনে আক্রান্ত হয়েছিলেন ৬৬৫ জন।