ঢাকাদক্ষিণ স্কুল মার্কেটে অভিযান, জরিমানা ও সতর্কতা
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:০৬,অপরাহ্ন ০৪ মে ২০২০ | সংবাদটি ১৬৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস প্রতিরোধে চলছে লকডাউন। লকডাউনের ফলে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া বিপণী বিতান, মার্কেট বন্ধ রয়েছে।
এ লকডাউন উপেক্ষা করে গোলাপগঞ্জ উপজেলার ব্যবসা প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারের প্রাচীনতম স্কুল মার্কেটের অনেক দোকান প্রায় প্রতিদিনই খোলা হয়।
এমন খবর পেয়ে সোমবার (৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় মার্কেটের নীচতলায় একটি থান কাপড়ের দোকান ও উপরে একটি কসমেটিক্সের দোকানে জরিমানা করা হয়।
প্রশাসন আসার খবর পেয়ে তড়িৎগতিতে সঁটকে পড়তে কেউ সাটারের তালা না মেরে অাবার কেউ সাটার খোলা রেখেই পালিয়ে যান।
উপরে ও নীচে দুই দোকানে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মার্কেটের তৃতীয় তলায় লুকিয়ে থাকাদের নীচে এনে শাসিয়ে ছেড়ে দেন।