ছাতকে জনসাধরণের জন্য একহাজার মাস্ক দিলো লাফার্জ
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:২৮,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ৫৬০ বার পঠিত
ছাতক (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা:: করোনাভাইরাস সংক্রামক এড়াতে সুনামগঞ্জের ছাতকের জনসাধারণের ব্যবহারের জন্য এক হাজার মাস্ক দিয়েছে খ্যাতিমান সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ।
সম্প্রতি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলম কবিরে কাছে এসব মাস্ক হস্তান্তর করা হয়।
জানাগেছে, স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণের লক্ষ্যে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলম কবিরের নিকট এক হাজার মাস্ক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
কোম্পানির পক্ষে এই মাস্কগুলো হস্তান্তর করেন প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং এবং কমিউনিটি ও স্টেকহোল্ডার রিলেশন্স এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ।