সাভারে নতুন আক্রান্ত ৮ জনের ৭ জনই পোষাক শ্রমিক!
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৪৪,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ৭৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে।
এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
তারা যেসব এলাকায় থাকতেন শুক্রবার (১ মে) ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় সাভারে আক্রান্ত হওয়া আটজনের মধ্যে সাতজন পৌর এলাকার উলাইলের তিনটি কারখানার শ্রমিক। তাদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।