খালাস না হওয়ায় আদা, রসুন ও পেঁয়াজ নিলামে!
প্রকাশিত হয়েছে : ৮:২০:৩৯,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৯৪৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস না করায় ১২ কন্টেইনার আদা, রসুন ও পেঁয়াজ নিলামে তুলতে কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ জাফর আলম বলেন, আমদানিকারক নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর থেকে পণ্য খালাস না করায় এক কন্টেইনার আদা, দুই কন্টেইনার রসুন, ৯ কন্টেইনার পেঁয়াজ নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, পচনশীল পণ্য শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে রাখা হলেও নানান ঝামেলা পোহাতে হয়। অনেক সময় পণ্য পচেও যায়। আমদানিকারকদের বারবার তাগিদ দেয়া হলেও তারা পণ্য খালাস করেননি। এ কারণে তাই এসব পণ্য নিলামে তুলতে কাস্টম হাউসকে আরএল (রিমুভ লেটার) দেয়া হয়েছে।
কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম) মোহাম্মদ ফরিদ আল মামুন বলেন, আদা, রসুন, পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, তাই দ্রুত নিলামের চেষ্টা করছি। দাফতরিক সব প্রক্রিয়া সম্পন্ন করে নিলাম করতে সপ্তাহখানেক সময় লাগবে।