২’শ টাকার নতুন নোট বাজারে
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:০৯,অপরাহ্ন ১৮ মার্চ ২০২০ | সংবাদটি ১০২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ২০০ টাকার নোট বাজারে ছেড়েছে।
বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে এই নোট পাওয়া যাবে।
এরআগে মঙ্গলবার (১৭ মার্চ) গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই নোট ছাড়াও স্মারক মুদ্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, শতভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি/৬৩ মিমি।
স্মারক ব্যাংক নোটটির সামনের ভাগের বাম পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ‘২০০’ ও ‘২০০’ ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।
এ ছাড়া নোটের ওপরের অংশে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ‘১৯২০-২০২০’, ওপরে ডান দিকে কোনায় ইংরেজিতে মূল্যমান ‘২০০’ ও ডান দিকে নিচে কোনায় বাংলায় মূল্যমান ‘২০০’ লেখা রয়েছে। নোটের পেছন ভাগে ডান দিকে গ্রামবাংলার বহমান নদী ও নদীর পাড়ের দৃশ্য (নদীর বুকে নৌকা, নদীর পাড়ে পাটক্ষেত ও নৌকায় পাট বোঝাইয়ের দৃশ্য) এবং এর বাম পাশে বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের মন্ত্রী থাকাকালীন একটি ছবি মুদ্রিত রয়েছে।
তবে ২০২১ সালে বাজারে ২০০ টাকার যে নোট ছাড়া হবে, তাতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ‘১৯২০-২০২০’ লেখা থাকবে না।