বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাপার শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ২:২০:০৭,অপরাহ্ন ১৭ মার্চ ২০২০ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুজিববর্ষের সূচনালগ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় জাপা।
জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও পার্টির মহাসচিবসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।