বিরামপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১:০১:২৭,অপরাহ্ন ১৭ মার্চ ২০২০ | সংবাদটি ৩২৭ বার পঠিত
মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) থেকে:: দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর মুরাল ও উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোসফিকুর রহমান এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে ঢাকা মোড়ে এতিমখানা মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।