নওগাঁ নাগরিক জোটের ত্রৈ-মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ১২:৪১:৩৯,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩৪১ বার পঠিত
নওগাঁ থেকে সংবাদদাতা:: নওগাঁয় নাগরিক জোটের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের কেডির মোড়ে জননী এনজিও হল রুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের ও নেটজ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় জেলা নাগরিক জোটের সভাপতি ফজলুল হক খান এর সভাপতিত্বে জেলা নাগরিক জোটের ত্রৈ-মাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা নাগরিক জোটের সহ সভাপতি পারভিন আক্তার,সাধারন সম্পাদক মোঃ আঃ আলিম, নির্বাহী সদস্য হুমায়ন কবির প্রমূখ। এসময় অন্যান্যর মধ্যে আব্দুল রাজ্জাক পিএম, ট্রেনিং এন্ড এডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রায় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।