তামিমকে গালাগালি করে বিয়ানীবাজারের যুবক আটক!
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৩০,অপরাহ্ন ০২ মার্চ ২০২০ | সংবাদটি ৬৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুবিধা করতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। ৪৩ বলে ২৪ রান করে আউট হয়ে যান তিনি।
আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরা তামিমকে আঙুল দেখিয়ে অশোভন ইঙ্গিত করে গালাগালি করেন এক দর্শক। এতে রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখান তামিম।
পরে হামিদুর রহমান (৩২) নামের ওই দর্শককে আটক করে নিয়ে যায় বিসিবির নিরাপত্তা দল।
বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম বলেছেন, তামিমকে লক্ষ্য করে বাজে ইঙ্গিত ও বাজে ভাষা ব্যবহার করা ওই দর্শককে আটক করা হয়েছে। নিয়ম মেনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ইনিংসের ১৩তম ওভারে আউট হয়ে যান। এমন ইনিংস খেলার পর তামিমও নিজে অবশ্যই হতাশার মধ্যে ছিলেন। আর এমন সময় ওই যুবক গ্লাসের ওপাশ থেকে তামিমের দিকে অশোভন ইঙ্গিত করেন।
জানা গেছে, হামিদুর রহমান নামের এই দর্শক সিলেটের বিয়ানীবাজার থেকে খেলা দেখতে এসেছেন। ওই দর্শক তামিমের প্রতি অশোভন ইঙ্গিত করার কারণে তামিম রাগান্বিত হয়ে তার দিকে তেড়ে গিয়েছিলেন। পরে বিসিবির নিরাপত্তা বিভাগের কর্মীরা এসে তাকে নিয়ে যান।
এদিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগার ওপেনার লিটন দাস সেঞ্চুরি করেছেন। ১২৬ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি।